Header Ads

ইউটিউবে আবার নুতন নিয়ম| ৪০০০ ঘন্টা ভিউ এবং ১০০০ সাবস্ক্রাইবার প্রয়োজন ...

ইউটিউব ইনকাম=৩৬৫দিনে ১০০০ সাবক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম

ইউটিউবে আগে মনিটাইজ করতে হলে ১০,০০০ ভিউ থাকতে হত কিন্তু তা আপডেট এনেছে ইউটিউব। তাদের র্পাটনার প্রোগ্রাম এর নিয়মে পর্রিবতন এনেছে আর এই নিয়মে সবচেয়ে বড় সমস্যা নতুন ইউটিবারদের জন্য। বছর পার না হতেই মনিটাইজ নিয়ম ১০,০০০ ভিউ থেকে ১০০০ সাবক্রাইব এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসল এটি পালন করা হবে ফেব্রুয়ারীর ২০ তারিখ থেকে। কিছু এডবারটাইজিং গ্রুপ ইউটিউব থেকে তাদের এড সরিয়ে নেয় তারই ফলে এই কড়াকড়ি নিয়ম আনল ইউটিউব।
ওনেকেই ভেবেছিল ভিডিও আপলোড করলেই টাকা ইনকাম সম্ভব তারই ফলে ইউটিউব পায় নিম্ন মানের চ্যানেল আর ডেস্পারেট কন্টেন্ট আর ইউটিউব তাদের ইকোসিস্টেম রক্ষায় কতটা সচেতন সেটাই বুঝিযে দিল।
ইউটিউব এমন একটা জায়গা যেখানে ক্রিয়েটররা তাদের ট্যালেন্ট শো করবে আর ফলে তাদৈর কিছু ইনকামের ব্যবস্থা করে দিবে ইউটিউব তাই সবার মনিটাইজ করার পদ্ধতি বন্ধ করে দিল ইউটিউব।

যদি ওয়াচ টাইম ভিউতে হিসাব করা যায়, প্রতি ভিউতে যদি ১ মিনিট করে আসে তা্হলে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম হতে ভিউ লাগবে ২,৪০,০০০ তাও ১ বছরের মধ্যে সাথে ১০০০ সাবক্রাইব। ডলার ইনকাম কঠিন এখন 

No comments

Powered by Blogger.