Header Ads

ট্রাসজেন্ডার ভিডিও গুলো প্রকাশের অনুমতি দিচ্ছে না ইউটিউব

ট্রাসজেন্ডার কী?

 

ট্রাসজেন্ডার বা হিজড়া শব্দটি এসেছে আরবী হিজরত বা হিজরী শব্দ থেকে যার আভিধানিক অর্থ পরিবর্তন বা Migrate বা ট্রান্সফার হিজড়া, যাদেরকেতৃতীয় লিঙ্গহিসেবে আখ্যায়িত করা  হয়েছে ছাড়া বৃহন্নলাও বলা হয় তাদেরকে মানুষের মন থেকে লিঙ্গবৈষম্য দূর করতে বর্তমানে ধরনের সুন্দর শব্দ চয়নের চর্চা চলছে অবশ্য সমাজে তারা হিজড়া হিসেবেই সমধিক পরিচিতভ্রুনের বিকাশকালে নিষিক্তকরন বিভাজনের ফলে বেশকিছু অস্বাভাবিক প্যাটার্নের সৃষ্টি হয় যেমন XXY অথবা XYY | এর ফলে বিভিন্ন গঠনের হিজড়া শিশুর জন্ম হয় |

ট্রাসজেন্ডার

 

সর্ব প্রথম ইউটিউবের বিরুদ্ধে এই অভিযোগটি উঠে ২০১৭ সালে । ইউটিউব তাদের সাইটে ট্রাসজেন্ডার ভিডিও কনটেন্টগুলোকে হিডেন ও বয়সভিত্তিক সেটিংসয়ে বন্ধ করে রাখে। এমনকি ইউটিউব এর Restricted Mode থেকে বেরিয়ে আসার পরও তাদের কনটেন্টগুলোকে আলাদাকরে ফিল্টার করে রাখা হয় । বিভিন্ন ট্রাসজেন্ডার ইউটিউবার NeonFiona, Tyler Oakley, Stevie Boebi এই অভিযোগটি পুনরায় আবারো করলেন ।

ICT-learner


 


কিন্তু ইউটিউব এই অভিযোগটির বিপক্ষে বলে এগুলো তাদের অটোমেটিক সিস্টেম থেকে করা হয় । এখানে ইউটিউব নিজে থেকে কিছু করে না ।


No comments

Powered by Blogger.