ইউটিউব এবং ইউটিউব অ্যাডের সকল তথ্য
ইউটিউবের জম্ম-
চাদ হার্লি, স্টিভ
চেন এবং জাভেদ করিম এর হাত ধরে সানফ্রান্সিসকোতে শুরু হয় ইউটিউবের যাত্রা । এরা তিনজনই
ছিলেন অনলাইন লেনদেনের জনপ্রিয় মাধ্যম পেপ্যালের কর্মী । ২৩ এপ্রিল ২০০৫ ‘মি অ্যাট
দ্য জু’ নামের ১৮ সেকেন্ডের ভিডিও প্রকাশ করে জাভেদ করিম, যা ইউটিউবের প্রথম ভিডিও
। ১৬৫ কোটি ডলারের বিনিময়ে ৬ অক্টোবর ২০০৬ ইউটিউব কিনে নেয় গুগল ।
![]() |
| ICT-learner |
ইউটিউবের ব্যবহার-
বর্তমানে নিয়মিত
ইউটিউব ব্যবহারকারী ১০০ কোটি, যা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে এক-তৃতীয়াংশ । বর্তমানে ইউটিউবে প্রতি ১ মিনিটে আপলোড হয় ৩০০ ঘন্টার
৪১ লাখ ভিডিও । ইউটিউবে সর্বাধিক সাবসক্রাইবকৃত চ্যানেল ‘‘ইউটিউব স্পটলাইট’’ ।
ইউটিউবের মনিটাইজ
নিয়ম ১০,০০০ ভিউ থেকে ১,০০০ সাবসক্রাইব ও ৪,০০০ ঘন্টা ওয়াচটাইম নিয়ে আসা হয় । যার কার্যক্রম
শুরু হয় ২০ ফেব্রুয়ারী ২০১৮ থেকে ।
![]() |
| Youtube monitization country |
Adsence Information
অ্যাড থেকে আমরা আয় করি, কিন্তু আমরা কী জানি এই অ্যাড সিস্টেম গুগলে কিভাব আসল? সুসান ওয়য়াজকি(Susan Wojcicki) গুগলের এই ১৪ নম্বর এমপ্লয়ি অ্যাডের অগ্রদূত । তিনিই প্রথম অ্যাডের ধারনা দেন । গুগল Adsense এবং Adwords এ তিনি দায়িত্ব পালন করেছেন । গুগল এই অ্যাডের মাধ্যমে তার ৯৫% রেভিনিউ নিয়ে আসে । এমনকি ডাবল ক্লিক অ্যাড তিনিই আবিষ্কার করেছেন । ইউটিউব কেনার জন্য তার ভূমিকাই সবথেকে বেশি ছিল
অ্যাড প্রধানত ৩ প্রকার:
১. Bumper
Ads
2. skippable
Ads
3. Display
Ads
অ্যাড থেকে আমরা
টাকা পাই ।স্থান ও অ্যাডের পার্থক্য ভেদে অ্যাডের
রেট ভিবিন্ন ভাবে দিয়ে থাকে । কিভাবে আমরা টাকা পাই আসুন দেখা যাক:
CTR= click
through rate. প্রতি ১০০ বার এড শো করলে ৫ জন ক্লিক করলে CTR হবে ৫% । ১৫% বেশি হলে
CTR হবে বিপদজনক ।
CPC= cost
per click. প্রতি বার অ্যাডে ক্লিক করলে অ্যাডের মালিক যে পরিমান ডলার দেয় তাকে
CPC বলে ।
RPM= Revenue
per mile. প্রতি হাজার বার অ্যাড দেখানো হলে যে ডলারটা দেওয়া হয় তাকে RPM বলে ।
ইউটিউবকে আর জানুন,
এখানে .
ইউটিউব বিষয়ে
যে কোন প্রশ্নের উত্তর পেতে প্রশ্ন করুন এখানে .


No comments