ইন্টারনেটে এক মিনিটে যা হচ্ছে
পৃথিবীতে ইন্টারনেট ডিভাইস আর জনসংখ্যা প্রায় সমান। আর প্রতি এক মিনিটে ইন্টারনেট বিশ্বে যা ঘটে তারই এক পরিসংখ্যান নিচে তুলে ধরা হল:

২০১২ সালেই ১০০ কোটি ছাড়িয়েছে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা।এই বিপুল সংখ্যক ব্যবহারকারীরা প্রতি মিনিটে কমপক্ষে ৬০ লাখ পেইজ ভিজিট হয় ফেইসবুকে, মাত্র এক মিনিটে ফেসবুকে
৯ লক্ষ লগ ইন হচ্ছে! লাইক পড়ে ৪১ লাখ ৬৬ হাজার পোস্টে প্রায়। এই ৬০ সেকেন্ডে টুইটারে সাড়ে ৪ লাখ টুইট করা হয় ।
ইউটিউবে প্রতি ১ মিনিটে আপলোড হয় ৩০০ ঘন্টার ৪১ লাখ ভিডিও। গুগলে খোজা হয় প্রায় ৪০ লাখ তথ্য।
প্রায় ১৬ কোটি ই-মেইল পাঠানো হয় প্রতি এক মিনিটে, ইন্সটাগ্রামে পোস্ট হয় ৩৮ হাজার ছবি প্রায় এবং লাইক পড়ে ১৭ লাখ ৩৬ হাজার।
মেসেঞ্জারে ১৫ হাজার জি.আই.এফ পাঠানো হয়।প্রতি এক মিনিটে ইন্টারনেটে গান শোনা হয় ৬১ হাজার ঘন্টার , স্কাইপেতে কল হয় ১ লাখ ১০ হাজার।
গুগল ও প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড হয় প্রায় সাড়ে ৩ লাখ।১৮লাখ স্ন্যাপ বানানো হয় স্ন্যাপচ্যাটে।
বিখ্যাত আলীবাবা গ্রুপের প্রডাক্ট ম্যানেজার মেহেদী রেজা তার ফেইসবুক পেইজ এ তথ্য শেয়ার করে এবং এ তথ্য সকল তথ্য প্রকাশ করে এক্সসেলাকম নামের একটি সংস্থা। যারা কাজই করে এ সকল অদ্ভুত বিষয় নিয়ে।
ইউটিউবে প্রতি ১ মিনিটে আপলোড হয় ৩০০ ঘন্টার ৪১ লাখ ভিডিও। গুগলে খোজা হয় প্রায় ৪০ লাখ তথ্য।
প্রায় ১৬ কোটি ই-মেইল পাঠানো হয় প্রতি এক মিনিটে, ইন্সটাগ্রামে পোস্ট হয় ৩৮ হাজার ছবি প্রায় এবং লাইক পড়ে ১৭ লাখ ৩৬ হাজার।
মেসেঞ্জারে ১৫ হাজার জি.আই.এফ পাঠানো হয়।প্রতি এক মিনিটে ইন্টারনেটে গান শোনা হয় ৬১ হাজার ঘন্টার , স্কাইপেতে কল হয় ১ লাখ ১০ হাজার।
গুগল ও প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড হয় প্রায় সাড়ে ৩ লাখ।১৮লাখ স্ন্যাপ বানানো হয় স্ন্যাপচ্যাটে।
বিখ্যাত আলীবাবা গ্রুপের প্রডাক্ট ম্যানেজার মেহেদী রেজা তার ফেইসবুক পেইজ এ তথ্য শেয়ার করে এবং এ তথ্য সকল তথ্য প্রকাশ করে এক্সসেলাকম নামের একটি সংস্থা। যারা কাজই করে এ সকল অদ্ভুত বিষয় নিয়ে।
No comments